বিশ্বময় প্রতিদিন’ এই স্লোগানকে সামনে রেখে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল হিসেবে পূর্ণাঙ্গ সম্প্রচারে গ্লোবাল টেলিভিশন। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে কুষ্টিয়া প্রেসক্লাব এম.এ. রাজ্জাক মিলনায়তনে কেক কেটে আনুষ্ঠানিক যাত্রা উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি সনি আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সহ-সভাপতি ডাক্তার গোলাম মওলা, সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, কোষাধ্যক্ষ এম লিটন-উজ- জামান, নির্বাহী সদস্য হাসান আলী,আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় গ্লোবাল টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি সনি আজিম বলেন,পেশাগত কাজে সহযোগিতা করার জন্যে কুষ্টিয়া জেলা ও উপজেলার সকল সহকর্মী, প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনসহ সকল পর্যায়ের
মানুষের কাছে সহযোগিতা কামনা করেন গ্লোবাল টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি সনি আজিম।