কুষ্টিয়ার দোস্তপাড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নাপিতের খুরাঘাতে ট্রাক চালক আহত
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের দোস্তপাড়া ক্লাব মোড়ে নতুন সেলুনের দোকান নেন খুরধারী ফয়সাল। এরই মাঝে আজ দুপুরে তুষার নামে এক ট্রাক চালক লজিস্টিক লিঃ এর ট্রাক চালিয়ে সেলুনে এসে নাপিত ফয়সালের কাছে তার পাওনা টাকা দাবি। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে নাপিত ফয়সাল উদ্ধত হয়ে তার হাতে থাকা খুর দিয়ে ড্রাইভারের শরীরে আঘাত করে। এতে গুরুতর ভাবে জখম হন ড্রাইভার তুষার । এ সময় তরিঘরি করে আশেপাশের মানুষের সহযোগীতায় গামছায় শরীর পেচিয়ে রাস্তার উপর থাকা গাড়ী টি সাইড করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং নাপিত ফয়দালকে সেলুনের মধ্যে আটকে রেখে খবর দেয়া হয় পুলিশে। খবর পেয়ে পুলিশ এসে ফয়সালকে আটক করে নিয়ে যায়। নাপিত ফয়সাল কুষ্টিয়ার বটতৈল ইউনিয়নের দোস্তপাড়ার দিদারুল কশাই এর ছেলে। আহত আহত তুষার একই এলাকার মন্ডলপাড়া নিবাসী মিজানুর রহমান এর ছেলে বলে জানাগেছে।