মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে কুষ্টিয়া জেলা উলামা পরিষদের বিক্ষোভ মিছিল সমাবেশ
হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটুক্তির প্রতিবাদে বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ বাদ আছর শহরের বড় বাজার থেকে মিছিলটি বের হয়ে পাবলিক লাইব্রেরিতে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদ, মহাসচিব রফিকুল ইসলাম মাদানী, সহ-সভাপতি মুখতারুজ্জামান, রেজাউল করিম প্রমুখ। সমাবেশে ভারতে মহানবী (সা.)কে কটুক্তির তীব্র নিন্দা জানানো হয়। এসময় ভারতীয় পণ্য বয়কট করাসহ ‘বিশ্বনবীর অপমান, সইবে না মুসলমান’, ‘ইসলামরে শত্রুরা, হুঁশয়িার সাবধান’ ‘নুপুর র্শমার দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দেয় হাজার হাজার জনতা।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্বে কমপক্ষে ২০০ কোটি মুসলিম মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে আদর্শ হিসেবে অনুসরণ করেন। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের একের পর এক ইসলাম ও মানবতার মুক্তির দূত মহানবী (সাঃ) এবং তাঁর পরিবার নিয়ে কটুক্তি সারা বিশ্বের মুসলমানদের চরমভাবে ক্ষুব্ধ করেছে। বক্তারা বলেন, ভারতীয় ক্ষমতাসীন বিজেপি দলের মূখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল আমাদের আবেগের জায়গা, যাকে আমরা আমাদের প্রানের চেয়েও ও অধিক ভালোবাসি সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মু’মিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রা.) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। যা ক্ষমার অযোগ্য। বক্তারা বলেন, নবীর শানে যারা বেয়াদবি করেছে তাদেরকে ফাসি দিতে হবে। পরে দোয়া অনুষ্ঠানের মাধমে সমাবেশ শেষ হয়।