আমলা সরকারি কলেজ এ অননুমোদিত ছাত্রলীগের উৎপাত দিন দিন বেড়েই চলছে।আমলা সরকারি কলেজ এ অননুমোদিত ছাত্রলীগের নামে ২০২০-২১ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক এর কিছু ছেলেরা গত ১ বছর যাবত কলেজে ছাত্রলীগের নামে অসামাজিক কার্যকলাপে যুক্ত। তারা নানা ভাবে সাধারণ ছাত্র ছাত্রী দের কে নানা রকম ভাবে হেনস্তা করে।
মেয়েদের যৌন হয়রানি সহ চাদাবাজি করে তারা।আজ কলেজ এ পরীক্ষার পর এমনিভাবে এক ছাত্র কে তাদের বিরুদ্ধে প্রিন্সিপাল এর কাছে সাক্ষী দেয়ায় পূর্ব শত্রুতার জেরে রোহান (১৮) কে মারাত্মক ভাবে আহত করেছে ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরি, ইমন আলী, সায়েম সহ আরো ১৫ জন।
জানা যায় কলেজ এ পরীক্ষা শেষ এ ছাত্র নেতা তামিম বাইকে করে রোহান কে আমলা ওয়াব্দা তে নিয়ে যায়।
পরবর্তীতে তাকে মিথ্যা অভিযোগ দিয়ে কোনো প্রমান ব্যাতিত রোহান কে বাইকের তেলের পাইপ ও লাঠি দিয়ে রোহান কে আঘাত করে।
পরবর্তীতে রোহান এর বন্ধু শাফী তাকে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এক্সরে তে দেখা গেছে রোহান এর ঘাড় এ রক্ত জমে আছে।
ছাত্রলীগের এই সকল কার্যক্রম গুলো অনেকদিন ধরে চলে আসছে।