প্রধানমন্ত্রীর নির্দেশের পর দেশের সরু চালের সব চেয়ে বড় মোকাম কুষ্টিয়ার খাজানগরের বেশ কয়েকটি চালকলে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ টিম। বস্তায় নকল লেভেল লাগিয়ে চাল বিক্রির অপরাধে নিউ বনফুল ও নিউ ফোর ষ্টার এই দুই রাইচ মিলকে ৫০ হাজার টাকা করে সবমোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বেলা ১টার দিকে খাজানগর মোকামের ব্যাপারী অটো রাইস মিল ও ইফাদ অটো রাইস মিলের গোডাউনে হানা দেয় টিমের সদস্যরা। এ সময় ধান ও চালের মজুত খতিয়ে দেখেন তারা। তবে এই অভিযানিক টিমের ঢিলেঢালা অভিযানের সুযোগে মজুতদাররা সতর্ক হয়ে যাওয়ায় তেমন কোন উল্লেখযোগ্য অসঙ্গতি খুজে পাচ্ছেনা এই টিম।
ব্যাপারী রাইস মিলে ধান ও চালের তেমন মজুদ না থাকলেও ইফাদ অটো রাইস মিলের তিনটি গোডাউনে ধানের মজুত ছিলো বেশি। এ কারণে ওই মিল মালিককে সর্তক করে দেওয়া হয়। পর্যায়ক্রমে সব মিলে অভিযান পরিচালনা করা হবে বলে জানান টিমের সদস্যরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, জেলা খাদ্য কর্মকর্তা সুবীর নাথ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগের দিন বিকেলে রশিদ এগ্রো ফুডে অভিযান পরিচালনা করে একই টিম।
মনিটরিং টিমের সদস্য কুষ্টিয়ার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস বলেন, ভরা মৌসুমেও চালের বাজার অস্থির হওয়ায় চালের বাজার নিয়ন্ত্রনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের পর আমরা দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম খাজানগরের অভিযানে এসেছি।
আরো বলেন,কোন মিলে ধান অথবা চাল মজুদ আছে কিনা অবৈধভাবে কেউ বেশি দাম নিচ্ছে কিনা এসব সার্বিক বিষয় গুলো দেখা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা আব্দুস ছালাম তরফদার, জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তরে সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ র্যাব ও পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি