কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিন্দা ও প্রতিবাদ।
আজ ১ই জুন ২০২২ ইং তারিখে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল এর নির্দেশনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক মো: রফিকুল ইসলামের সাক্ষরিত নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলেন- কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক -আবু সাঈদ জাকারিয়া উৎপল, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আলী,সদর থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেন, মিরপুর সদর থানা শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, মিরপুর পৌর শাখার আহ্বায়ক -মনিরুল ইসলাম মনি সহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের নিন্দা ও প্রতিবাদ জানাই।
এছাড়াও বিবৃতিতে আরও বলেন-সরকার দলীয় সন্ত্রাসীরা বিনা উস্কানিতে বিরোধী দলের যে কোন শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলা চালিয়ে নেতা কর্মীদের আহত করা হচ্ছে। এছাড়াও মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।