কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিবসহ আটক ৩
অঙ্গীকার ডেস্ক :
কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, মিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান তুষার ও সদস্য সচিব ছাব্বির আহমেদকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। রোববার রাত ১০টার দিকে উপজেলার জিয়া সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক
মোজাক্কির রহমান রাব্বি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ওপর পুলিশী হয়রানী ও দ্রব্যমূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা মিরপুর উপজেলার জিয়া সড়ক এলাকা থেকে একটি মিছিল বের করলে পুলিশ সেখান থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় ছাত্রদলের ১১জন নেতাকর্মীকে আটক করেছেন বলেও দাবি করেন তিনি।
মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, মিছিলের প্রস্তুতিকালে পুলিশ উপজেলার জিয়া সড়ক এলাকা থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতসহ উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবকে আটক করা হয়েছে। আটককৃতদের নামে থানায় আগেও একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।