জানা যায়, সভাপতি পদ-প্রার্থীর প্রতিক ছিলো ডালরেঞ্জ ভুলে দিয়েছে সেলাইরেঞ্জ মেম্বার পদ-প্রার্থী প্রতীক ছিলো কেচি ভুলে হয়েছে কাচি যার জন্য প্রাথীর সঠিক প্রতীক না থাকায় ভোট করতে রাজি হহনি দুই প্রার্থী।
এবিষয়ে সভাপতি পদ-প্রার্থী মোঃ মাহাবুল আলম বলেন,ব্যালট পেপারে আমার প্রতীকই নাই। প্রতীক বিহীন তো ভোট হওয়া সম্ভব নাই। আমি নির্বাচন কমিশনারের কাছে ব্যালট পেপার চাইলে আমাকে নির্বাচন কমিশবার ব্যালট পেপার দেননি।আমি মনে করি নির্বাচন কমিশনার পরিকল্পিত ভাবে করেছে। নির্বাচন কমিশনার শুরু থেকেই ভুল করছে চূড়ান্ত প্রার্থী তালিকায় ৫ জন দেওয়ার কথা ছিল কিন্তু ৪জন দিয়েছে। সাংগঠনিক পদে ৩ জন দেওয়ার কথা ছিল কিন্তু ২ জন দিয়েছে।
সভাপতি পদপ্রার্থী নাজমুল হক ফান্টু ড্রাইভার বলেন, আমি জানতাম না নির্বাচন কমিশনার এত বড় ভুল করছে। আমি মনে করি এটি পরিক্পিত। প্রতীক সংশোধন না করা পর্যন্ত আমি নির্বাচনে অংশগ্রহন করবো না।