কুষ্টিয়ায় ছেলে রমিজের আঘাতে বাবা বাবু (৪২) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ ভোরে শহরের চড় মিলপাড়াতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা সুত্রে জানা যায়, রমিজ মাদকাসক্ত হওয়ায় তার বাবার সাথে মাঝে মাঝে ঝগড়া লেগেই থাকতো। শুক্রবার ভোরে ছেলে ও বাবার চিল্লাচিল্লি শুনতে পায়, পরে জানতে পারলাম রমিজ ও তার বাবার মারামারি হচ্ছে, পরে জানতে পারলাম বাবা মারা গেছে।
নিহত বাবুর ছোট ছেলে রইচ জানান, গতরাতে আমার আব্বু বড় ভাই রমিজের কাছে টাকা চাইলে ১ হাজার টাকা দিতে চাই, আব্বু রেগে গিয়ে বলেন এই কয় টাকা নিবো না, পরে আজ শুক্রবার ভোরে আব্বু ভাইকে আম্মুকে ও আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বললে কথা কাটাকাটির এক পর্যায়ে রমিজ আম্মু আব্বুকে ধাক্কা দেয়, আব্বু পরে গিয়ে আঘাত পায়, পরে হসপিটালে নিলে আব্বু মারা যায়।
মিলপাড়া পুলিশ ফাড়ির টু,আই,সি এস,আই শাহিন জানান ছেলে রমিজ ও তার বাবা বাবুর কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী জনতা তাকে ধাক্কা দিলে ছেলে রমিজ(১৭) বাবাকে কিল ঘুসি ও ইট দিয়ে আঘাত করলে রক্তান্ত অবস্থায় হসপিটালে নিলে মারা যায়। ছেলে রমিজ দড়ি ফ্যাক্টরিতে কাজ করে। পুলিশ তাঁর স্ত্রী জনতা (৩৫)কে আটক করেছে।
এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। তবে হাসপাতালের একাধিক সূত্র আঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, পারিবারিক ঝগড়াকে কেন্দ্র এ হত্যাকাণ্ডটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।