কুষ্টিয়ায় জমি ছাড়া বৃদ্ধ স্বামীকে মেনে নেবেনা স্ত্রী!
সদর উপজেলার ভাদালিয়া গ্রামের মধু মোল্লার আর মধু নেই। স্ত্রী সন্তান বাড়ী থেকে বেড় করে দেয়ার পর তাদের অবহেলায় দিনের পর দিন কাঁটিয়েছেন হাট-বাজারে। স্থানীয় এলাকাবাসীরা জানান সে কোনো দিন বড় করে কথা বলেনি। হরিপুর থেকে এসে বটতৈল ইউনিয়নে ভাদালিয়া গ্রামে শশুর বাড়ীর পাশে বাড়ী করেন। প্রবাসী ছেলে শাহিন (৩২) তার পিতাকে সাহায্য করতে পারে মায়ের কারণে।
এখন হরিপুর ভাইয়ের বাড়ীতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মধু মোল্লা ( ৬৫)। মধু’র ছোট ভাই দিনমজুরী খোসরু গত ১০ মে জেলা প্রশাসক ও কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী অফিসার এর বরাবর লিখিত অভিযোগ দিলেও আজ দশদিন পার হতে যাচ্ছে।
কুষ্টিয়া মডেল থানায় স্ত্রী ও সন্তানেরা এসে,বিচারে বসলে দুই এলাকার স্থানীয়দের সামনে মধুর ছেলে-মেয়েরা দাবী করলেন হরিপুর দাদার বাড়ীর ভাগে পাওয়া সম্পত্তির। অথচ ওই সম্পতি র্দীঘ এক যুগ পূর্বে বিক্রয় করে দেয় মধু মোল্লা ও তার স্ত্রী তার ছোট ভাইয়ের কাছে। স্ত্রী সাফ জানিয়ে দেন, আমার বাড়ীতে আমি ওকে (স্বামী) কে নিবো না, সম্পতি ছাড়া।