কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চল চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের মানুষেরা পাচ্ছেন বিদ্যুতের আলো। ইতিমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।এ লক্ষ্যে বুধবার (১৮ মে) ভাগযোত খেয়াঘাটে বাংলা বাজার (অফগ্রীড) এলাকায় বিদ্যুৎ সরবরাহ জন্য রিভার ক্রসিং টাওয়ার পরিদর্শন করেন সংশ্লিষ্টরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি কাঞ্চন কুমার হালদার, সচিব আতিকুজ্জামান বিশ্বাস, জেনারেল ম্যানেজার এস,এম, নাসির উদ্দীন, এলাকা পরিচালক আরাফাত হোসেন পাপ্পু, আমিনুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার (সদর-কারিগরি) মোকলেচুর হাকিম, দৌলতপুর জোনাল অফিসের ডিজিএম মির্জা কে.আই তুহিন, কুষ্টিয়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী প্রকৌশলী শতদীপ সরকার, উপ-সহকারী প্রকৌশলী শরিফুজ্জামান, এলসিআই শহিদুল ইসলাম, উপদেষ্টা প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক শাজাহান আলী, কর্মকর্তা আবুল ফজল প্রমুখ।
এসময় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ও সহকারী প্রকৌশলী অফিসার ও ঠিকাদার প্রতিষ্ঠান এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এই টাওয়ার ও সাবমেরিন কেবল চালুর মাধ্যমে চর এলাকায় নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে সেই সাথে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল।