খোকসায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার খোকসায় ঘুমন্ত স্বামী মিশন শেখ (৩২) কে গলাকেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী বন্যা খাতুনের বিরুদ্ধে। দুই সন্তানের জননী ওই গৃহবধূকে গ্রামবাসী আটক করে পুলিশে সপর্দ করেছে।
উপজেলার ওসমানপুর ইউনিয়নের খানপুর গ্রামে শনিবার দিনগত রাতে পারিবারিক কলহের জের ধরে নিজের শোবার ঘরে গৃহবধূ তার স্বামী মিশন শেখ (৩২) কে ব্লেড দিয়ে গলাকেটে হত্যার চেষ্টা করে। আহত স্বামীর আত্ম চিৎকারে পরিবারের লোক ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পেশায় রাজমিস্ত্রী মিশন গ্রামের আফজাল হোসেনের ছেলে।
আহত মিশনের ভাবি আঞ্জুয়ারা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিদিনের মত শনিবার রাতেও ঝগড়া হয়। এর জের ধরে মিশোন তার নিজের শোবার ঘরের মেঝেই মাদুর পেতে ঘুমিয়ে পরে। ভোরের আজানের কিছু সময় আগে গৃহবধূ ব্লেড দিয়ে স্বামীর গলার ডান পাশে প্রায় ৩ ইঞ্চি কেটে ফেলে। এ সময় মিশন চিৎকার দিলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাতেই গ্রামবাসী ঘাতক গৃহবধূ বন্যাকে আটক করে। পরে রবিবার সকালে পুলিশ ডেকে তাকে হস্তান্তর করে।
আহতের প্রতিবেশীরা জানান, ৬ বছর আগে কুমারখালী উপজেলা পান্টি ইউনিয়নের চাঁদপুর গ্রামের একাধিক স্বামী পরিতক্তা বন্যা খাতুনকে বিয়ে করে নিয়ে আসে মিশন। কিন্তু স্বামী-স্ত্রী মধ্যে বিবাদ লেগেই থাকতো। শনিবার রাতেও ঝড়গার সময় গৃহবধূ বন্যা তার স্বামীকে ব্লেড দিয়ে জবাই করে হত্যার হুমকী দেয়। এই দম্পতির ঘরে দুইটি সন্তান রয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, স্বামীকে ব্লেড দিয়ে হত্যা চেষ্টার সম্পর্কে দুই রকম তথ্য পাওয়া গেছে। আহত মিশন ও তার পরিবারের দাবি স্ত্রী বন্যা তাকে হত্যার চেষ্টা করে। আর স্ত্রী বলছে সে নিজেই নিজের গলায় ব্লেড চালায়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, ব্লেডটি ছিলো ভোঁতা। কেটেছে হালকা। তবে আহতের পরিবারের লোকেরা মামলা নিয়ে আসছে, মামলা নেওয়া হবে।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি