কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে পূর্ব থেকে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দ্বন্দের জেরে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে ৪জন নিহতের ঘটনায় দু’পক্ষের করা হত্যা মামলায় এজাহার ভুক্ত ৯নং ঝাউদিয়া ইউনিয়নের বর্তমান চেয়াম্যান মেহেদী হাসান এবং সাবেক চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সভাপতি কেরামত আলী বিশ্বাসকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে এজাহার ভুক্ত আসামী বর্তমান ইউপি চেয়ারম্যারন মেহেদী হাসানসহ তার কয়েক জন সমর্থকসহ কুষ্টিয়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জুয়েল রানার আদালতে হাজির হয়ে আত্মসমর্পন করে জামিনাবেদন করেন। আদালত শুনানী শেষে জামিনাবেদন নামঞ্জুর করেন। একই ভাবে মঙ্গলবার ভোরে র্যাব-১২ সিপিসি-১ এর একটি দল সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেরামত আলী বিশ্বাস সহোদর লিয়াকত আলী (৪৮), ছেলে শামীমুজ্জামান সাগর (২৭) ও রফিকুল (২৫)কে গ্রেফতার করেন। পরে ইবি থানার পুলিশ গ্রেফতারকৃদের আদালতে সৌপর্দ করলে আদালত তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।
[caption id="attachment_4128" align="aligncenter" width="238"] বর্তমান চেয়ারম্যান মেহেদী[/caption]
উল্লেখ্য, গত ০২ মে, বিকেল ৫টায় দুপক্ষের মধ্যে সংঘটিত সংঘর্ষে নিহত হন আস্তানগর গ্রামের বাসিন্দা মৃ: আজিজুল হকের ছেলে মতিয়ার রহমান (৪৫), দাউদ মন্ডলের ছেলে লাল্টু মন্ডল(৪২), মৃত: হোসেন মন্ডলের ছেলে আবুল কাশেম(৬৫) এবং ;মৃত: আবুল মালিথার ছেলে আব্দুর রহিম মালিথা (৭০)। প্রথম তিনজন বর্তমান ঝাউদিয়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মেহেদী হাসান সমর্থক এবং আব্দুর রহিম মালিথা প্রতিপক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি কেরামত আলীর সমর্থক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পুলিশ পরিদর্শক মোস্তাফিজুুর রহমান রতন জানান, মেহেদী হাসান তার কয়েজন সমর্থকদের সাথে নিয়ে আদালতে আত্মসমর্পন করলে তাদের মধ্যে ১১জনকে জামিন দিলেও ইউপি চেয়ারম্যান মেহেদীসহ ৬জনের জামিন না মঞ্জুর করেন। একই ভাবে অপর পক্ষের নেতা র্যাবের অভিযানে গ্রেফতার কেরামত আলী বিশ্বাসসহ ৪জনকে আদালতে সৌপর্দ করলে আদালত তাদের জামিনাবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি