প্রধান বিচাতপতিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করলেন এসপি খাইরুল আলম।বৃহস্পতিবার (৫ মে ২০২২) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মহোদয় কুষ্টিয়া জেলার নির্ধারিত সফর সূচি অনুযায়ী বিকাল সাড়ে ৩ টায় কুষ্টিয়া সার্কিট হাউসে পৌঁছান।
পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এ সময় প্রধান বিচারপতির সাথে কুশল বিনিময় ও ফুলেল শুভেচছা জ্ঞাপন করেন। অতঃপর কুষ্টিয়া জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল প্রধান বিচারপতিকে বিউগল বাজিয়ে অনার গার্ড সালাম ও অভিবাদন প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন শেখ আবু তাহের, জেলা ও দায়রা জজ, ডিডিএলজি মৃনাল কান্তি দে, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং কুষ্টিয়া জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।