কুষ্টিয়ায় ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর জমি ও ঘর পেলেন ২০৬ গৃহহীন পরিবার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। এরমধ্যে কুষ্টিয়ায় ২০৬ পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি প্রদান করা হয়। এ উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলায় পরিবেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
এ সময় পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাধন কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু, জেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সুধিবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন। নির্মিত এসব নতুন ঘরে আনন্দঘন পরিবেশে বসবাস করছে গৃহহীন পারিবার এবং তারা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেছেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, মুজিব শতবর্ষে "বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না" মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নকল্পে মঙ্গলবার ঈদ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার ৬টি উপজেলায় মোট ২০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ (দুই) শতক জমিসহ ঘর হস্তান্তর করা হয়।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি