দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কুষ্টিয়ার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬ এপ্রিল বিকেলে কুষ্টিয়া শহরের পালকী রেস্টুরেন্টে
এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ পরিচালক মোহাম্মদ জাকারিয়া,উপসহকারী পরিচালক নীল কমল পাল,কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এসএম কাদেরী শাকিল,কমিটির সদস্য শাহ নওয়াজ আনসারী মনজু ও সদস্য সরকার রফিকুল ইসলাম শাহীন, সাইফুল আলম মারুফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।