কুষ্টিয়া শহর ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় কুষ্টিয়া শহর শাখা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) কুষ্টিয়া শহরস্থ বনফুড বেকারির সামনে সরকার ফাউন্ডেশনের অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান,কুষ্টিয়া সদর (৩) সাংসদীয় আসেন ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের পদপ্রার্থী, কুষ্টিয়া জেলা বিএনপি’র বিপ্লবী যুগ্ম সম্পাদক,কুষ্টিয়া জেলা ছাত্রদলের অভিভাবক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার , কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক, মোঃ কামাল উদ্দিন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক, মোঃ মোজাক্কির রহমান রাব্বি, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব, খন্দকার তসলিম উদ্দিন নিশাত সহ সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।