কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতৃত্বে জিয়াউর রহমানের বিকৃত প্রতিকৃতি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে
গত রবিবার ১০ এপ্রিল কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের উদ্দ্যগে ভেড়ামারা উপজেলায় চত্বরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি বিকৃতি করে তারই পরিপেক্ষিতে কুষ্টিয়া জেলা ছাত্রদলের উদ্যগে বিকৃত প্রতিকৃতি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।
গতকাল ১৩ এপ্রিল বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বির নেতৃত্ব বিকৃত প্রতিকৃতি পূর্বের অবস্থায় ফিরিয়ে এনেছে।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক- মোজাক্কির রহমান রাব্বী, সদস্য সচিব- খন্দকার নিশাত, যুগ্ম-আহবায়ক-জামির, – নিলয়, রুমন, শীবলু,আরও উপস্থিত ছকুষ্টিয়া পলিটেকনিক ছাত্রদলের আহবায়ক-আব্দুল কাদের,সদর থানা ছাত্রদলের-পল্লব বিশ্বাস। কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণত সম্পাদক- কামাল উদ্দিন, কুষ্টিয়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক- মোঃ আল মামুন, যুগ্ম আহবায়ক- শামীম আহমেদ । ভেড়ামারা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব- মোঃ সোহাগ , দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক – কর্নেল,দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের- শীমূল দৌলতপুর উপজেলা ছাত্রদলের-বিল্লাল, মাসুম পারভেজ সহ অনেকেই।