কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়া বাড়িতে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব। এই উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যেই দেশের দূর-দূরান্ত থেকে লালন ভক্ত ও অনুসারীরা লালনের আখড়াবাড়িতে ভিড় করেছেন।জানা যায়, লালন ফকির জীবিত থাকাকালীন তার শিষ্য অনুসারীদের নিয়ে প্রতি বছর দোল পূর্ণিমায় এই উৎসব পালন করতেন। সেই থেকে প্রতি বছর এই উৎসব হয়ে আসছে। তবে করোনা মহামারী পরিস্থিতির কারণে গেল দুই বছর এ উৎসব বন্ধ ছিল। দীর্ঘদিন এ উৎসব বন্ধ থাকার পর আবারও অনুষ্ঠান হওয়ায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়ি প্রাঙ্গণে এখন উৎসবমুখর সাজ সাজ রব বিরাজ করছে । আখড়াবাড়ির বাইরে মরা কালী নদীর প্রাঙ্গণে বসেছে গ্রামীণ মেলাও। সেখানে নানান পণ্যের পসরা নিয়ে বসেছেন দোকানীরা। এ বছর বেচা-বিক্রিও ভালো হবে বলে আশা তাদের। দেশ-বিদেশের বাউল অনুসারী, লালনভক্ত ও সুধীজনসহ অসংখ্য মানুষের আগমন ঘটেছে এরই মধ্যে। তাদের পদচারণয় মুখর এখন আখড়াবাড়ি চত্বর। লালনভক্ত ও অনুসারীরা আখড়াবাড়ির ভেতরে এবং বাইরে ছোট ছোট দলে ভাগ হয়ে আসর পেতে বসেছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় ও লালন একাডেমীর আয়োজনে এরই মধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন। উৎসব চলবে আগামী ১৭ ই মার্চ পর্যন্ত।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি