ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় রেলওয়ে সেতুর ওপর থেকে গড়াই নদীতে পরে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করে।
নিহত স্কুল ছাত্র কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া গ্রামের হারুনের ছেলে সামি হোসেন (১৪)। সে কুমারখালী এমএন পাইলট হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিলো।
এর আগে শুক্রবার (১১ মার্চ) বিকাল ৫ টার দিকে গড়াই রেলওয়ে সেতু ওপর থেকে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গড়াই নদীতে পড়ে নিখোঁজ হয়।