‘আয়না’ দ্যা স্টুডেন্ট বুলেটিনের মোড়ক উন্মোচন
‘আয়না’ নাম ধারণ করে কোমলমতি শিশু কিশোর শিক্ষার্থীদের সহপাঠ্যে প্রাসঙ্গিক ও শিক্ষা-সাংস্কৃতিক মেধা বিকাশে সম্ভাব্য সহায়ক একটি স্টুডেন্ট বুলেটিনে মোড়ক উন্মোচিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩টায় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ পরিপুর দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের কবি আজিজুর রহমান মিলনায়তনে বুলেটিনের প্রকাশক সম্পাদক কাজী মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনের প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান এম মুসতাক হোসেন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আয়না’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন নতুন সুর্য শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল, সহকারী শিক্ষক আব্দুল রহিম, ইউনিয়ন ভুমি কর্মকর্তা খাদেমুল বাসার খাদিল, দরবেশ হাফিজ, সিরাজুল ইসলাম ঠাকুর, কবি ফরহাদ হোসেন, গণমাধ্যম কর্মী হাসান আলী, বিশিষ্ট আইটি ব্যাবসায়ী মোহা: আজ্জাত আলী আজাদ, রেজাউল করীম রেজা, কাবিল উদ্দিন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক সামসুর রহমান শামীম প্রমুখ। অনুষ্ঠানে কয়েকটি স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবগণ অংশ গ্রহন করেন। সেলিম উদ্দিন ও সাইফুল ইসলামের আয়োজনে এবং মনিরুল ইসলামের স ালনায় উপস্থিত বক্তারা বলেন, একদিকে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের পাঠোভ্যাস ও সৃজনশীলতা চর্চার দৈন্যদশা, অন্যদিকে আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্টফোনের আগ্রাসনে কোমলমতি শিক্ষার্থীদের পরিপূর্ন মেধাবিকাশ চরমভাবে বাধাগ্রস্ত। বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চার সমন্বিত পাঠদান ও গ্রহন ব্যাতীত আজকে প্রজন্ম আগামীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠা পথ রুদ্ধ। এমন দৈন্যদশার অন্ধকার থেকে আজকের প্রজন্মের শিক্ষার্থীদের প্রাসঙ্গিক সহপাঠ সহায়ক বিষয়াবলী চর্চার দ্বার উন্মোচনে একটি যুগান্তকারী বাহন হতে পারে আয়না দ্যা স্টুডেন্ট বুলেটিন যেখানে শুধুই শিক্ষার্থীদের সৃজনশীল বিষয় ভিত্তিক লেখন চর্চায় সমৃদ্ধ হবে।