কুষ্টিয়ায় আড়ম্বরপূর্ণ পরিবেশে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাব চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের হয়। এসময় বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিক, সামাজিক, রাজনৈাতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাব মিলনায়তনে দেশ রূপান্তরের লোগো সম্বলিত কেক কাটা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমাজের দর্পন ও রাষ্ট্রের ৪র্থ স্তম্ভখ্যাত গণমাধ্যম, সাংবাদিকতা ও বস্তুনিষ্ট সংবাদ মানুষের চোখ খুলে দেয়। সমাজের নানা অসংগতি তুলে তার বিরূপ প্রভাব কাটিয়ে উত্তোরণের পথ দেখানোই হলো সংবাদ পত্রের মূল কাজ। খুব অল্প সময়ের মধ্যে দৈনিক জাতীয় পত্রিকা দেশ রূপান্তর সেই কাজটি ভালোভাবেই করে চলেছে বলে দেশব্যাপী একটা খ্যাতির শিখড়ে আসন করে নিতে পেরেছে। আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর নানা ধরনের নেট ওয়ার্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভীড়ে সংবাদ পত্রগুলি বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। শুরু থেকে অদ্যবধি দেশ রূপান্তর যেভাবে পেশাদারিত্ব ও নীতি আদর্শের জায়গা থেকে সংবাদ পরিবেশন করে যাচ্ছেন আগামীতেও যেন নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে নিরলস পথচলায় অবিচল থাকে তেমনটিই দেশবাসী প্রত্যাশা করেন বলে মত দেন উপস্থিত অতিথিবৃন্দ।
দেশ রূপান্তর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসান আলীর সভাপতিত্বে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ। স্থানীয় দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদকব আব্দুর রাজ্জাক বাচ্চু, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম লিটন উজ জামান, কুস্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সদর উপজেলা আওয়ামী লীগর সহ সভাপতি গোলাম মওলা, পৌর কাউন্সিলর আফ্রিদা আফরিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ।