কুমারখালীতে ডোবা থেকে গলাই ওড়না প্যাচানো নারীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে ডোবা থেকে মধ্যে বয়সী নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার সকালে পান্টি ইউনিয়নের ডাঁশা গ্রামের নিহতের বাড়ির সন্নিকটে ডোবা থেকে গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়।
নিহত নারী পান্টি ইউনিয়নের ডাঁশা গ্রামের মৃত আতিয়ার রহমানের মেয়ে পায়রা বেগম (৪৮)।
এলাকাবাসী জানান, রোববার সকাল ৬ টার দিকে মৃত আতিয়ার রহমানের বাড়ির সন্নিকটে ডোবার পানিতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নারীর লাশ ভাসতে দেখে পান্টি পুলিশ ক্যাম্পে খবর দেয়া হয়। এসময় পুলিশ এসে লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত নারীর লাশ পায়রা বেগমের বলে সনাক্ত করা হয়। তারা আরো জানান স্বামী পরিত্যক্তা পায়রা বেগম তার বাবার বাড়িতে বসবাস করতেন। তিনি মানুষিকভাবে অসুস্থ ছিলেন। কেন বা কি উদ্দেশ্য পায়রা বেগমকে হত্যা করে তার লাশ পানিতে ফেলে রাখা হয়েছে বিষয়টি রহস্যজনক।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, গলায় ওড়না পেঁচানো নারীর লাশ ডোবা থেকে উদ্ধার করে পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। মানুষিক ভাবে অসুস্থ নারীকে কেন হত্যা করা হবে বিষয়টি রহস্যজনক। তবে পোস্ট মর্টেমের রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।