কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির উপর হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ ও নিন্দা প্রকাশ :
অঙ্গীকার ডেস্ক :
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর কাদের ভুঁইয়া জুয়েল।
দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সাক্ষারকৃত এক বিবৃতিতে বলেন -দেশের মানুষ এখন কতৃত্ববাদের যাতাকলে পিষ্ট হচ্ছে।ব্তমানে ভোটার বিহীন সরকারের নিষ্ঠুরতায় জনগনের জানমালে বিন্দুমাত্র নিরাপত্তা নেই।দলীয় সন্তাসী দিয়ে বিএনপি সহ বিরোধী দল দমনে বেপরোয়া হয়ে উঠেছে। ২১ শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার প্রাক্কালে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুল হাকিম মাসুদ,সদর থানা বিএনপি নেতা ও যুবদলে নেতা সহ নেতাকর্মীদের উপর হামলা ও মোটর সাইকেল ভাংচুর এর ঘটনা বর্তমান সরকারের ভয়াবহ নৈরাজ্য ও নির্যাতনের বহিঃপ্রকাশ এবং জঘন্য নজীর। আমরা এ ধরনের কাপুরুষোচিত ও ন্যাকার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং বিবৃতিতে এ ঘটনার দোষীদের দৃষ্টান্ত শাস্তির জোর দাবী জানায়।
ে