কুষ্টিয়ায় র্যাবের পৃথক অভিযানে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ ০৭ আসামী গ্রেফতার।
অঙ্গীকার ডেস্ক ঃ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৯ ফেব্রæয়ারি ২০২২ ইং তারিখ দুপুর ০২:৩০ ঘটিকা হতে বিকাল ০৫.২০ ঘটিকা পর্যন্ত ‘‘কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর ও মিরপুর থানা এলাকায়’’ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট-৯৯৬ পিছ, যাহার আনুমানিক মূল্য- ২,৪৯,০০০/- (দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার) টাকা, মোবাইল ফোন ০৫টি, সীম ০৬টি, নগদ-৮৯৩০/- টাকা সহ ০৭ জন আসামী ১। মোঃ তাজ উদ্দিন আহমেদ (৩০) পিতাঃ মোঃ জাবেদ ইকবাল, সাং-কবুরহাট মাদ্রাসাপাড়া, থানা- কুষ্টিয়া সদর ২। মোঃ খোকন মীর (৩৫), পিতাঃ মৃত আজমত মীর, সাং- মিনাপাড়া, থানা- কুষ্টিয়া সদর ৩। আজাদ আলী (৩৮), পিতা- মৃত আদম আলী, সাং- কবুরহাট বিশ^াসপাড়া, থানা- কুষ্টিয়া সদর ৪। মোঃ আলী শেখ (২৩), পিতা- রহিম উদ্দিন শেখ, সাং- খয়ের চারা, থানা- মিরপুর ৫। মোঃ খোকন শেখ (৪৫), পিতাঃ মোঃ সিরাজ শেখ, সাং- খয়ের চারা, থানা- মিরপুর ৬। মোঃ বিজন শেখ (২৪), পিতাঃ মোঃ সাহাবুল শেখ, সাং- খয়ের চারা, থানা- মিরপুর, ৭। মোঃ রুবেল শেখ (২৯), পিতা- মৃত নজরুল ইসলাম, সাং- চিথলিয়া খয়ের চারা, থানা-মিরপুর, সর্ব জেলা-কুষ্টিয়া ’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর ও মিরপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের’কে কুষ্টিয়া জেলার সদর ও মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।