আমার ঘর ভাংলে গলায় দড়ি দিব
অঙ্গীকার ডেস্ক : কুষ্টিয়ার খোকসায় হামিদা খাতুন (৬০) নামে এক ভূমিহীন নারীর বসত ঘর
ভাংচুর ও বালু দিয়ে আঙ্গিনার মাটি ভরাট করে উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে।
দীর্ঘ ৪০ বছর ধরে স্বামী-সন্তান নিয়ে কুষ্টিয়ার খোকসা মাঠপাড়ায় (শহীদ
বরকতুল্লাহ তেল পাম্পের বিপরীতে) সিএনবির জমিতে ছোট্ট কুটির নির্মাণ করে
বসবাস করছেন অসহায় এই নারী। এই ঘর ছাড়া কোন সহায় সম্বল নেই। পুনর্বাসন
ছাড়াই উচ্ছেদ করা হলে থাকতে হবে খোলা আকাশের নিচে। এ প্রসঙ্গে তার স্বামী
আকুব্বার শেখ(৭০) বলেন, আমার ঘর ভাংলে কোথায় যাব, কি করব, গলায় দড়ি দিব।
সরেজমিনে গিয়ে দেখা গেছে বালু ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে ফেলেছে একই
এলাকার হাবিল (৩৫) নামে এক ভূমিদস্যু। সরকারি জমি দখল করতে ফন্দি এটেছে
প্রভাবশালী চক্র এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। সরকারি জমিতে কেন বালু
ফেলেছে একথা জানতে হাবিলের খোঁজ করা হলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে
সরে পড়ে। ভুক্তভোগী হামিদা খাতুন বলেন, গত রবিবার (৬ ফেব্র“য়ারি ) সকাল
৮টায় জোরপূর্বক ভাবে আমার বাড়ীঘর ভাংচুর করে আমার ঘরে থাকা জিনিসপত্রসহ
ভাংচুর করে। এমনকি বালু ফেলে আমার উঠান ভরাট করেছে। আমার ও পরিবারের
সদস্যদের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। আমাদের ভোগদখলকৃত জমি
আমাদের কে বসবাস করতে দেবে না। তাছাড়া এই জমি থেকে আমাদের কে উচ্ছেদ করতে
চায়। বর্তমানে আমি সহ আমার পরিবার নিরাপত্তাহীন ভূগছি। মাথা গোঁজার ঠাই
-ছোট্র এই কুটির রক্ষায় ও শারীরিক নির্যাতনের বিচারের দাবীতে দ্বারে
দ্বারে ঘুরছেন তিনি। কে শুনবে অসহায়ের আর্তনাদ।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি