রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
শেখ হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা ১৬ বছরে প্রশাসনের দলবাজ-দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ সুপারিশ বিএনপির জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত কুষ্টিয়ায় থানা লুটের অস্ত্র প্রদর্শন করে ফেসবুকে পোস্ট দেয়া সেই সন্ত্রাসী সুজন গ্রেফতার সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী আদর্শ সমাজ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা-শেখ সাদী একটি হারানো বিজ্ঞপ্তি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ  পিপি হলেন ফ্রিডম পার্টির সাবেক নেতা খন্দকার সিরাজ সমালোনার ঝড় কুষ্টিয়ায়।
ঘোষণা:
পরিবর্তনের অঙ্গীকারে আপনাকে স্বাগতম। সময়ের বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য  ভিন্নধারার নিউজ পোর্টাল "পরিবর্তনের অঙ্গীকার"। অতি অল্প দিনে পাঠক নন্দিত হয়ে উঠেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষে কাজ করছে এক ঝাঁক তরুণ, মেধাবী ও অভিজ্ঞ সংবাদকর্মী। দেশ-বিদেশের সকল খবরাখবর কারেন্ট আপডেট জানাতে দেশের জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদ প্রতিনিধি নিয়োগ চলছে।  ছবিসহ জীবন বৃত্তান্ত (সি ভি)পাঠাতে হবে। ই-মেইল: khalidsyful@gmail.com , মোবাইল : ০১৮১৫৭১৭০৩৪

কুষ্টিয়ায় ৪৭০ বস্তা চাউল নিয়ে উধাও হওয়ার এক মাস পর উদ্ধার; দুই চোর আটক

কুষ্টিয়া অফিস/ নিজস্ব প্রতিনিধি / ১৪৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২, ১০:৪১ অপরাহ্ন

কুষ্টিয়ায় ৪৭০ বস্তা চাউল নিয়ে উধাও হওয়ার এক মাস পর উদ্ধার; দুই চোর আটক

কুষ্টিয়া জেলা পুলিশের তৎপরতায় কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরের মেসার্স নুর অটো রাইস মিলের ৪৭০ বস্তা (১৩,০০০ কেজি) চাউল ট্রাকসহ উধাও হওয়ার এক মাস পর উদ্ধার করা হয়েছে । সেই সাথে দুই চাউল চোর মোঃ মনিরুল ইসলাম (৪০) ও মোঃ আলমগীর (৩২) কে টাঙ্গাইলের ঘাটাইল থেকে আটক করেছে কুষ্টিয়া জেলা পুলিশ আভিযানিক দল । আটক চোর মোঃ মনিরুল ইসলাম সিরাজগঞ্জের চৌহালী থানার চর ছলিমাবাদ গ্রামের নূর মোহাম্মদের পুত্র এবং মোঃ আলমগীর টাঙ্গাইলের ঘাটাইল থানার গৌরীশ্বর এলাকার হবিবর এর পুত্র ।

ঘটনা সূত্রে জানা যায়, চলতি বছরের ৪ জানুয়ারী সন্ধা ৭ টার সময় খাজানগরস্থ মেসার্স নূর অটো রাইচ মিল এর মালিক মোঃ আমিরুল ইসলাম (৬৪) একটি কাভার্ড ভ্যান যোগে ২৫ কেজি ওজনের ৪২০ বস্তা ও ৫০ কেজি ওজনের ৫০ বস্তা সর্বমোট-৪৭০ বস্তা ( ১৩,০০০ কেজি) বাসমতি চাউল নারায়নগঞ্জের মুক্তি স্মরনী চট্টগ্রাম রোডস্থ হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে অবস্থিত মেসার্স মিতু রাইচ এজেন্সীর আলহাজ্ব মোক্তার হোসেন সরকারকে প্রেরণ করেন । কিন্ত উল্লেখিত চাউল কাভার্ড ভ্যনের চালক বর্ণিত এজেন্সীতে জমা না দিয়ে একটি অসাধু চক্রের সহযোগীতায় সমূদয় চাউল আত্মসাৎ করে। এই ঘটনার প্রেক্ষিতে মেসার্স নূর অটো রাইচ মিল এর মালিক মোঃ আমিরুল ইসলাম বাদী হয়ে ১৯ জানুয়ারী ২০২২ ইং তারিখে কুষ্টিয়া মডেল থানায় পেনাল কোডের ৪০৭ ও ৪২০ ধারায় একটি মামলা দায়ের করেন । কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের নির্দেশে এবং কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের তত্ত্বাবধায়নে মামলাটির তদন্তভার দেওয়া হয় কুষ্টিয়া জেলা পুলিশের চৌকস পুলিশ অফিসার এসআই(নিঃ) মোঃ সাহেব আলী’কে ।

এদিকে আত্নসাৎকৃত চাউল উদ্ধার এবং দুই জন আসামীকে আটকের বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মঙ্গলবার ১ ফেব্রুয়ারী দুপুর ২ঃ৩০ মিনিটে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয় । উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, খাজানগর এলাকায় অনেক গুলো অটো রাইস মিল আছে, যেখানে অনেক চাইলের প্রডাকশন হয় । সারা অধিকাংশ জেলা কুষ্টিয়া থেকে চাউল যায় । অত্র এলাকায় যারা চাউলের ব্যবসা করেন তাদের যেন কোন সমস্যা না হয়, তারা যেন র্নিবিঘ্নে কুষ্টিয়া জেলায় ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারে তার জন্য কুষ্টিয়া জেলা পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে ।

বিষয়টি নিয়ে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম এবং পুলিশ অফিসার এসআই(নিঃ) মোঃ সাহেব আলী একযোগে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার কারণেই আত্নসাৎকৃত চাউল উদ্ধার এবং দুই জন আসামীকে আটক করা সম্ভব হয়েছে বলে পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের বক্তব্যে প্রতীয়মান হয় । তবে এই বিষয়ে চাউল বহনকারী কাভার্ড ভ্যানের ড্রাইভারকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি ।

পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, আমরা চাউল বহনকারী কাভার্ড ভ্যানের ড্রাইভারের সকল আলামত যাচাই বাছাই করে দেখেছি । তার জাতীয় পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর রেজিস্ট্রেশন নাম্বার সহ সকল কাগজ পত্র জাল (ভূয়া) । সে ঢাকা ক্ষিলক্ষেত এলাকার জোয়ারসাহারার যে ঠিকানা দিয়েছিলো সেটিও ভূয়া । পরবর্তিতে আমরা কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট দ্বারা অভিযান পরিচালনা করে মজমপুর এলাকার সঞ্জয় দত্ত (৪৫) কে আটক করি এবং তার দেওয়া তথ্য মতে ড্রাইভার রানা আহাম্মেদ (৪৫) মানিকগঞ্জ জেলার দীঘি ইউনিয়নের খাগড়াপুরি গ্রামের বাসিন্দা এবং পিতা অজ্ঞাত। এছাড়াও এই চক্রের সাথে খাজানগরের মৃত কুবাদ বাদশার পুত্র মনো বাদশা, বটতৈল মধ্যপাড়ার রাশেদ (৫০) এবং খাজানগর দোস্তপাড়ার মহিরুল (৩৭) জড়িত আছে বলে পুলিশ সুপার জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর