রাতের আধারে অসহায় মানুষের মধ্যে সাহায্যের হাত ফাউন্ডেশনের কম্বল বিতরন
নিজস্ব প্রতিনিধি::
রাতের আধারে কনকনে শীতের মধ্যে ঘুরে ঘুরে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল, বয়স্ক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সামাজিক সংগঠন সাহায্যের হাত ফাউন্ডেশন। গতকাল সোমবার মধ্যরাতে শহরের কোর্ট স্টেশন, পৌর গোরস্থানের সামনে, মজমপুর সহ শহরের বিভিন্ন জায়গায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অসহায় মানুষেরা। এসময় উপস্থিত ছিলেন সাহায্যের হাত ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আসাদুজ্জামান আসাদ ও উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজবাহ উদ্দিনের নেতৃত্বে, সাহায্যের হাত ফাউন্ডেশনের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবন ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাব্বি ইসলাম, দপ্তর সম্পাদক রনি ইসলাম, অর্থ সম্পাদক রিফাত ইসলাম, সদস্য জসিম ইসলাম, মিলন ইসলাম, মাহবুব এলাহী মুগ্ধ, মিদুল ইসলাম, আলামিন ইসলাম সহ অন্যান্য সদস্যরা প্রমুখ। কম্বল বিতরনকালে ছিন্নমূল মানুষের সাথে আলাপকালে তারা বলেন, রাতে শীতের কারণে যখন ঘুম আসছিল না, তখন আমাদের কাছে কম্বল নিয়ে হাজির হন। রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ায় তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ উনাদের মঙ্গল করবেন।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি