কুষ্টিয়া জেলা ছাত্রদলের আয়োজনে কুষ্টিয়ার সকল ইউনিটের ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
খালিদ,সাইফুলঃবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুষ্টিয়া শহরস্থ ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের অফিসে কুষ্টিয়া সদর থানা,শহর,কুষ্টিয়া সরকারি কলেজ,কুষ্টিয়া পলিটেকনিক ও ইসলামীয়া কলেজ শাখা ছাত্রদলের কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ার সকল ইউনিট কে শক্তিশালী করার লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ জানুয়ারি ) সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করনে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মোজাক্কির রহমান রাব্বি।ও অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত।
কর্মী সম্মেলনে তিনি বলেন, মোঃ আলাউদ্দিন খান বলেন,নেত্রী খালেদা জিয়া কারাভোগ করেছেন। তারেক রহমান মামলা এবং নির্যাতনে বিদেশে অবস্থান করছেন।
সেই নেতা এবং খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে আনতে হবে। এ দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসীদের রামরাজত্ব প্রতিহত করতে হবে। শিক্ষার সুষ্ঠ পরিবেশ ছাত্রদলের কর্মীদের নিশ্চিত করতে হবে।
Post Views: 49