প্রিমিয়ার ব্যাংকের ১২১ তম কুষ্টিয়া শাখা উদ্বোধন
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সেবার দৃপ্ত অঙ্গীকার নিয়ে ৯ ডিসেম্বর ২০২১ দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ১২১ তম কুষ্টিয়া শাখা উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ সেবাই প্রথম এই স্লোগান নিয়ে প্রিমিয়ার ব্যাংক সারা বাংলাদেশে কাজ করে আসছে।
অনুষ্ঠানে আনলাইনে যুক্ত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, এফসিএমএ অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনলাইনে আরো উপস্থিত ছিলেন সৈয়দ নওশের আলী, রেজাউল করিম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, ডাঃ এফএম আমিনুল হক রতন, তমিজ উদ্দিন সুপার মার্কেটের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। ও প্রিমিয়ার ব্যাংক কুষ্টিয়া শাখা প্রধান রাজকুমার শাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী ব্রাঞ্চের ম্যানেজার মোঃ হেলাল উদ্দিন।