ভৈরবে ২ খুনের মামলার আসামি সাফায়েত নৌকার প্রার্থী!
কিশোরগঞ্জের ভৈরবে দুই খুনের মামলার আসামি সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফায়েত উল্লাহ (৪৮) এবারও নৌকার মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন দাখিলের পর প্রচারকাজও শুরু করেছেন তিনি।
সাফায়েত একটি খুনের মামলার প্রধান আসামি। মামলাটিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন কিশোরগঞ্জের আদালত। এ ছাড়া আরও একটি খুনের মামলার আসামি তিনি।
আসন্ন ইউপি নির্বাচনে এবারও তিনি নৌকা প্রতীক পেয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। গত ২৫ নভেম্বর তিনি চেয়ারম্যান পদে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগামী ২৬ ডিসেম্বর ভৈরবে ইউপি নির্বাচন হবে। মনোনয়নপত্র দাখিলের পর এলাকায় প্রচারও চালিয়ে যাচ্ছেন তিনি। পুলিশ বলছে, তার গ্রেফতারি পরোয়ানার আদেশ এখনও থানায় আসেনি।
সুত্রঃ যুগান্তর