কুষ্টিয়ায় ফলের দোকানের অন্তরালে চলছে মাদকের ব্যবসা
পরিবর্তনের অঙ্গীকারঃ কুষ্টিয়ার প্রাণ কেন্দ্র থানা ট্রাফিক মোড় সংলগ্ন রুমি ফল ভান্ডার এন্ড কফি সপ নামক দোকানের অন্তরালে চলছে মাদকের রমরমা ব্যবসা। সুত্রে জানা যায়, দোকান মালিক রুমি ফল ও কফির দোকান দিয়ে দীর্ঘদিন মাদকের ব্যবসা করে আসছে। তার পাশেই অবস্থিত বিরিয়ানি হাউজ। অনেক সময় দেখা যায় দোকানের সামনে দাড়িয়ে ক্রেতাদের ধূমপান করতে এতে করে পাশে বিরিয়ানি হাউজে খেতে আসা মানুষেরা পরেন বিপাকে। এ বিষয়ে এক ক্রেতা মো: দেলোয়ার হোসেন বলেন, আমি মাঝে মধ্যে এই বিরিয়ানি হাউজে খেতে আসি রুমি ফল ভান্ডার নামক এই দোকানে বিভিন্ন মাদক সেবিরা এসে ভীড় জমায়। দোকানের সামলে ধূমপাত করতে দেখা যায় অনেককে। এতে করে ধূমপায়ূদের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠে পরিবেশ। আরও এক ক্রেতা তারেক আজিজ জানান, এই রুমি কাওকে পরোয়া না করে ফলের দোকানের অন্তরাতে মাদকের ব্যবসা চালাচ্ছে বলে দেখি এবং জানি। তার প্রভাবে আশে পাশের দোকানে বিরুপ প্রভাব পরছে। আমরা এর প্রতিকার চাই। মূলত এই বিষয়ে সাধারণ মানুষ তার দোকানের আশে পাশে যেতে ভয় পাচ্ছে। দোকান মালিক ভয় ভীতি উপেক্ষ করে সাধারণ ক্রেতাদের সংগে অসাধু আচরণ করছে। এতে করে সাধারণ পথচারিরা পরছে বিপাকে। তার অসাধু আচরনের কারণে আশে পাশের দোকানদারদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন সাধু সেঁজে থাকা মাদক ব্যবসায়িকে ঐ দোকান থেকে অপসারন করা না গেলে আসে পাশের দোকানদারদের লোকসানে পড়তে হবে বলে দাবি করছে আসে পাশের দোকানদারেরা।