কুষ্টিয়া সদরে নৌকা বঞ্চিত চেয়ারম্যানদের নির্বাচন করার পূর্বাভাস
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদরের ১১টি ইউনিয়নের আওয়ামীলীগ দলীয় ৬ জন বর্তমান চেয়ারম্যান দলীয় নৌকা মার্কা প্রতীক থেকে বঞ্চিত হয়েছেন । এছাড়াও গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত ঝাউদিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাসও নৌকা প্রতীক থেকে বঞ্চিত হয়েছেন ।
কেন তারা নৌকা প্রতীক থেকে বঞ্চিত হয়েছে এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা তা নিয়ে কুষ্টিয়া জেলা ব্যাপী চলছে নানান সমীকরন এবং মন্তব্য ।
নৌকা প্রতীক বঞ্চিতদের মধ্যে আলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজ উদ্দিন শেখ এর পরিবর্তে নৌকা প্রতীক পেয়েছেন মোঃ আব্দুল হান্নান । আইলচারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুর রহমান এর পরিবর্তে নৌকা প্রতীক পেয়েছেন মোঃ মোতালেব হোসেন । পাটিকাবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সফর উদ্দিন এর পরিবর্তে নৌকা প্রতীক পেয়েছেন মোহাম্মদ সাইদুর রহমান । আব্দালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলী হায়দার স্বপন এর পরিবর্তে নৌকা প্রতীক পেয়েছেন মোঃ আরব আলী । মনোহরদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম এর পরিবর্তে নৌকা প্রতীক পেয়েছেন মোঃ শহিদুল ইসলাম। ঝাউদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস এর পরিবর্তে নৌকা প্রতীক পেয়েছেন মোঃ জহুরুল ইসলাম এবং গোস্বামীদূর্গাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দবির উদ্দিন এর পরিবর্তে নৌকা প্রতীক পেয়েছেন মোঃ লালটু রহমান ।
এই বিষয়ে নৌকা প্রতীক বঞ্চিত বর্তমান চেয়ারম্যানদের সাথে কথা বলে বললে তারা দলীয় নৌকা প্রতীক বরাদ্দের বিষয়ে কোন কথা না বললেও অনেকেই নির্বাচনে অংশ গ্রহণ করার আশাবাদ ব্যাক্ত করেছেন এবং অনেকেই দলীয় সিদ্ধান্তের বাইরে না যাওয়ার বিষয়ে জানিয়েছেন ।
আলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সদস্য সিরাজ উদ্দিন শেখ নৌকা প্রতীক বরাদ্দের বিষয়ে বলেন দল যেটা ভালো বুঝে সেটা তো করবেই । এছাড়াও তিনি নির্বাচনে অংশ গ্রহন করবেন বলেও সাফ জানিয়ে দেন ।
আইলচারা ইউনিয়নের তিন বারের নির্বাচিত ও বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আ’লীগের সহ সভাপতি সিদ্দিকুর রহমান জানান, এই শোকেই আমারা কাতর হয়ে আছি । নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এই বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন লোকজন আছে, আমি ফ্রি হয়ে কথা বলছি ।
পাটিকাবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সফর উদ্দিন জানান, আপনারা জানেন আমার বিষয়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করা হয়েছে, যে গুলো সহ্য করা কষ্টকর । নির্বাচনে অংশ গ্রহন করার বিষয়ে তিনি জানান, এই সিদ্ধান্তটা আমি এখনও জানাতে পারছি না । গ্রামবাসীরা এসেছিলো, সন্ধা বেলা বসে সিদ্ধান্ত নিবো ।
আব্দালপুর ইউনিয়নের বর্তমান চেয়াম্যান আলী হায়দার স্বপন ইউনিয়ন আ’লীগের কোন পদে আছেন তিনি নিজেও জানেননা । তিনি আরো জানান, দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করার আমার কোন ইচ্ছা নেই ।
মনোহরদিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, নির্বাচন করবো কিনা তা আমি নেতাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিবো ।
ঝাউদিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস জানান, আমি একবার নৌকার এগেনেস্টে নির্বাচন করে আসলাম, আপনারা জানেন ঝাউদিয়া ইউনিয়নটা একটা ঝঞ্জাটপ‚র্ণ ইউনিয়ন, এখানে একটা সমাজিক ব্যাপার রয়েছে ।
তিনি আরো জানান, আশ পাশে সফর ভাই (পাটিকাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান), জহিরুল (মনোহরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান), দবির (গোস্বামীদূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান) ফোন দিয়ে জানাচ্ছে তারা নির্বাচনে দাঁড়াবে । এখন যদি এরকম এলামেলো সিদ্ধান্ত থাকে তাহলে দাঁড়াবো । আর যদি সঠিক কোন সিদ্ধান্ত আসে তাহলে দাঁড়াবো না ।
এই বিষয়ে গোস্বামীদূর্গাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসের সাথে যোগাযোগ করতে তার মুঠো ফোনে কল দিলে তিনি কল না ধরার কারনে যোগাযোগ করা সম্ভব হয়নি ।
এদিকে বটতৈল ইউনিয়নে গতবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এম এ মোমিন মন্ডল আবার নৌকা প্রতীক পেয়েছেন। সেখানে সতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু প্রাচারণা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া এই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আরো বাড়তে পারে বলেও পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, পঞ্চম ধাপে আগামী বছর ৫ জানুয়ারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে । পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর এবং ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন । ইতিমধ্যে কুষ্টিয়ার সদরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য অনেকেই কুষ্টিয়া নির্বাচন অফিসে তাদের মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন করেছেন ।