হরিপুরে পুনরায় নৌকার মাঝি হলেন চেয়ারম্যান এম. শম্পা মাহামুদ।
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ৫ম ধাপে অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনে অংশগ্রহণকারীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। রাজনৈতিক তথা দলীয় ভাবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণে কোন সাড়া না পাওয়া গেলেও আওয়ামীলীগ, জাসদ প্রার্থীদের রাজনৈতিক ভাবে সোচ্চার দেখা যাচ্ছে। গতকাল ৩ই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যার পরই আওয়ামীলীগ কেন্দ্রীয় ভাবে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করে। হরিপুরে দীর্ঘদিন ধরেই হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন মন্ডল, সাধারণ সম্পাদক হাজী আরিফুল ইসলাম, ইউনিয়ন কমিটিতে প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুর রশিদ তিনিও নৌকার নমিনেশন পাওয়ার জন্য জোর চেষ্টা করেছেন। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল দলীয় সিদ্ধান্ত মোতাবেক পুনরায় নৌকা প্রতীক পেলেন বর্তমান চেয়ারম্যান এম. শম্পা মাহামুদ। আওয়ামীলীগ ছাড়াও নির্বাচনী মাঠে রয়েছে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান এম মোস্তাক হোসেন মাসুদ, মশাল প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে ইউনিয়ন জাসদের সভাপতি আবু তৈয়ব। আসন্ন হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীতে নতুন চমক হিসেবে দেখা যাবে ২জন সাংবাদিককে হরিপুরের কৃতিসন্তান সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ হাসান আলী। জেলা প্রতিনিধি বাংলাভিশন টেলিভিশন, দেশ রুপান্তর। সাংবাদিক মোঃ হাসিবুর রহমান রিজু জেলা প্রতিনিধি এশিয়ান টেলিভিশন। প্রকাশক ও সম্পাদক দৈনিক সত্য খবর । এছাড়াও প্রতিটি ইউনিয়নে সংরক্ষিত নারী আসন সহ মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রায় অর্ধশত প্রাথীর মনোয়ন তোলার খবর পাওয়া গিয়েছে। হরিপুরে মাঠ ঘাট থেকে শুরু করে চায়ের দোকান বাজার সর্বত্রই নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। তবে সাধারণ জনগণ কোন প্রকার হানাহানি সংঘাত যেনো না হয় এবং সুষ্ঠুভাবে ভোট হওয়ার জোর দাবী জানান। উল্লেখিত নির্বাচন কমিশন প্রেস ব্রিফিংয়ে জানান, পুনঃঘোষিত তফসিল অনুযায়ী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ ডিসেম্বর (আগে ছিলে ৭ ডিসেম্বর), মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ডিসেম্বর (আগে ছিল ৯ ডিসেম্বর) এবং মনোনয়নপত্র প্রত্যাহাররের শেষ তারিখ ১৯ ডিসেম্বর (আগে ছিল ১৫ ডিসম্বর)। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি