ধানমন্ডির তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ-হামলা-ভাঙচুর
শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় রাজধানীর ধানমন্ডিতে পপুলার হাসপাতালের সামনে সিটি কলেজ ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষের এক পর্যায়ে ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষের কক্ষে হামলা-ভাঙচুর করেছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস ভাড়া অর্ধেক (হাফ পাস) করার দাবিতে রাজপথে বিক্ষোভ চলাকালে ঢাকা কলেজের ছাত্রদের উপর হামলা হয়। আহত ছাত্রদের পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের দেখতে আসেন ঢাকা কলেজের বেশ কয়েকজন ছাত্র। তারা হাসপাতাল থেকে বের হওয়ার পর অন্য কলেজের ছাত্ররা হামলা চালায়।
পরে ঢাকা কলেজের উত্তেজিত ছাত্ররা আইডিয়াল কলেজে গিয়ে অধ্যক্ষের কক্ষে হামলা করে। পুলিশ সেখানে গিয়ে ছাত্রদের নিবৃত্ত করে।
ঘটনার পর তিন কলেজের শিক্ষকরা ছাত্রদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে তিন কলেজের শিক্ষকরা আলোচনায় বসার উদ্যোগ নিচ্ছেন।