খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার ব্যাবস্থা এবং বিবাহিত ও অবৈধ জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে তার সুচিকিৎসার ব্যাবস্থা এবং বিবাহিত ও অবৈধ কুষ্টিয়া জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত ৩১ সদস্যের মধ্যে ১১ জনই বিবাহিত এবং চাকরিজীবী। আবারও অনেকেরই ছাত্রত্ব নেই। থাকেন রাজধানী ঢাকায়। আন্দোলন-সংগ্রামসহ দলের কোন কর্মকাণ্ডেই তাদের কখনও দেখা যায়নি।সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতসহ কমিটির ১১ জনই বিবাহিত। এদের মধ্যে কেউ কেউ আবার চাকরিজীবী। আবার অনেকেরই এখন আর ছাত্রত্ব নেই। দলটির কোন কমিটিতেই বিগত দিন এরা ছিলেন না। ছাত্রদলের গঠনতন্ত্র মোতাবেক জেলা কমিটিতে ২০০৩ সালে এসএসসি পাশ করা ছাত্রদের দিয়ে কমিটি গঠনের নির্দেশনা থাকলেও অদৃশ্য কারণে ২০১০ সালে এসএসসি পাশ জুনিয়র ছাত্রদের দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে পকেট কমিটি ঘোষণা দিয়ে কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করা হয় ১৮ নভেম্বর।