খোকসায় অস্ত্র,গুলি ও ইয়াবাসহ একাধিক মামলার ২ আসামী গ্রেফতার
শনিবার রাত আনুমানিক ৮.৩০ মিনিটের দিকে একাধিক মামলার দুই আসামীকে আটক করে খোকসা থানা পুলিশ।
আটককৃতরা হলেন খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়নের শামসুদ্দিন মন্ডল ওরফে কাটে মন্ডলের ছেলে সামিরুল মন্ডল (৩৫) ও একই ইউনিয়নের আজিল সেখের ছেলে রাজিব সেখ(২৮)।
শনিবার সন্ধার পর গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি অভিযানিক দল খোকসা হিজলাবট ঘাটে অভিযান চালিয়ে সামিরুল ও রাজিব নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে।
এই সময় সামিরুলের কাছ থেকে একটি ওয়ান শুটার বন্দুক, এক রাউন্ড গুলি,দুইটি রাম দা ও রাজিবের মোটর বাইকের ভেতর থেকে আটানব্বইয় পিচ ইয়াবাসহ মোটর সাইকেলটিও জব্দ করা হয়।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, আমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সামিরুল ও রাজিবকে গ্রেফতার করি। এই দুইজন ঐ এলাকার চিহ্নিত সন্ত্রাসী।তাদের নামে একাধিক মামলা রয়েছে। তাদের দুই জনের নামে অস্ত্র ও মাদক মামলার প্রস্তুতি চলছে।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি