আলোকিত হরিপুর আগামী দিনের বাস্তবতা।
"""-"""-"""-"""-"""-"""-"""-"""-"""-""""-""""-"""-""""-""""
১নং হাটশ-হরিপুর ইউনিয়ন, কুষ্টিয়া সদর উপজেলাসহ গোটা দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ বহন করে। এই গ্রাম অনেক গুণীজনের জন্মস্থান। এলাকাবাসীর প্রয়োজনে শুভাকাঙ্ক্ষী, সুযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্বসহ শুধীজনের ঐকান্তিক প্রচেষ্টায় উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। হাটশ-হরিপুর ইউনিয়ন শিক্ষা, শান্তি, প্রগতির একটি মডেল।
একটু সদিচ্ছাই পারে "আলোকিত হরিপুর" স্বপ্ন বাস্তবায়ন করতে। এই স্বপ্ন বাস্তবায়নে ইউনিয়নে অবস্থিত প্রায় ৫০০টি বৈদ্যুতিক পোলে ৫০০টি বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করলে, অন্ধকার রাতে সাধারণ মানুষের চলাফেরা সহ অনেক সুযোগ সুবিধা ভোগ করা সম্ভব। তার ধারাবাহিকতায় কত টাকা খরচ হতে পারে তার সম্ভাব্য তালিকা উপস্থাপিত হলো।
১০০ ওয়াট ১০ ঘন্টা চলতে (১ ইউনিট) মূল্য ৫ টাকা।
৫০০ টি বৈদ্যুতিক লাইট সহ আনুষঙ্গিক খরচ
৫০০ (32w)টি বৈদ্যুতিক বাতি (বাটি হোল্ডার,তার)
৫০০ * ৪৫০ = ২,২৫,০০০/=
৫০০ টি বৈদ্যুতিক পোল।
৫০০০ গ্রাহক (মিটার)।
তাহলে,
১০০ ওয়াট ১০ ঘন্টা চলতে মূল্য ৫ টাকা।
৩২ ওয়াট ১ রাত্রি চলতে লাগবে ১.৬৬ পয়সা।
৫০০ টি লাইট (১ রাত্রি) জ্বলতে লাগবে,
১.৬৬ * ৫০০ = ৮০০ টাকা।
৫০০ টি লাইট (৩০ দিন) জ্বলতে লাগবে,
৮০০ * ৩০= ২৪,০০০/= টাকা।
৫০০০ (মিটার) গ্রাহক প্রতি মাসে খরচ,
২৪,০০০ ÷ ৫,০০০ = ৪.৮০ পয়সা।
নিজের টাকায় মিটার কিনে তার ভাড়া প্রদান করছি প্রতি মাসে ১০ টাকা। গ্রাহক প্রতি মাসে ৪.৮০ পয়সা খরচ করলে আলোকিত হরিপুর সম্ভব।
অত্র ইউনিয়নের সম্মানিত জনসাধারণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, গণমাধ্যমকর্মীর একটু সদিচ্ছাই পারে রাতের অন্ধকার থেকে হরিপুরকে আলোকিত করতে। এ বিষয়ে সবার মূল্যবান মতামত এবং শেয়ার সবিনয় ভাবে আশা করছি।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি