নিয়োগ বাণিজ্যের মারপ্যাচে এনায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী বিথী খাতুন
নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের এমপিও ভুক্ত এনায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ে (এম এল এস এস দপ্তরী ) পদে ২০১৫ সালের ১৯ ডিসেম্বর নিয়োগ পেয়েছেন এনায়েতপুর গ্রামের আয়ুব আলী মেম্বরের মেয়ে বিথী খাতুন,
২০ অক্টবর ২০২১ ইং তারিখে স্কুল কমিটির পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তী দেওয়া হয় যেখানে উল্লেখ করা হয় অফিস সহায়ক, আয়া, এবং নিরাপত্তা কর্মী , উল্লেখ্য দপ্তরী বিথী খাতুন জানান সে ২০১৫ সালের ১৯ ডিসেম্বর থেকে অত্র বিদ্যালয়ে দপ্তরী পদে চাকুরী করে আসছে কিন্তু হঠাত করে স্কুলের ম্যানেজিং কমিটি আমার দপ্তরী পদ যা বর্তমানে অফিস সহায়ক হয়েছে, আমাকে এই পদে না রেখে জোর পূর্বক ঝাড়ুদার পদে আমার নাম দিয়েছে এবং এই পদে স্বাক্ষর করে বেতন নিতে বাধ্য করেছেন স্কুল কমিটির সভাপতী শরিফুল আলম এবং প্রধান শিক্ষক আবু আশয়ারী।
বিথী খাতুন আরো জানান আমাকে ঝাড়ুদার পদে দিয়ে দপ্তরী যা বর্তমানে অফিস সহায়ক পদে বিজ্ঞপ্তী দিয়ে পনের লক্ষ টাকায় চুক্তি হয়েছে পাশের এলাকার এক ব্যাক্তির সাথে, এবিষয়ে আমি উপ জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহ সংশ্লীষ্ট সকল দপ্তরে লিখিত ভাবে অবগত করেছি , বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবু আশয়ারী বলেন, অফিস সহায়ক, আয়া, নিরাপত্তা কর্মী এবং ঝাড়ুদার সবই এম এল এস এস এর মধ্যে পড়েছে যে কারনে বিথী একজন নারী হওয়ায় সে দাপ্তরীক বা অফিস সহায়ক হিসেবে বিদ্যালয়ের কাজে ছুটাছুটি করতে পারবে না যে কারনেই ম্যানেজিং কমিটির সকলেই সিদ্ধান্ত দিয়েছেন বিথী খাতুনকে ঝাড়ুদার পদে রাখতে আর বাকী শুন্য পদে নতুন করে নিয়োগ দেওয়ার জন্য,
তবে এখনো নিয়োগ হয়ে যায়নি আমাদের স্কুল কমিটির সভাপতি শরিফুল আলম শারিরীক অসুস্থ্যতার কারনে ঢাকায় অবস্থান করছেন তিনি আসলে আমরা বিথীর ব্যাপারে সিদ্ধান্ত নিবো, বিদ্যালয়টির কমিটির নিকট প্রশ্ন থেকে যায় এটা কি নারী বৈষম্য নাকি নিয়োগ বাণিজ্যের অপর পিঠ, কারণ বিথী খাতুন দীর্ঘ দিন দপ্তরী পদে চাকুরী করে আসছে তাকে কেন ঝাড়ুদার পদে দেওয়া হলো ?
এ বিষয়ে বিথীর পিতা ওই এলাকার জনপ্রতিনিধী আয়ুব আলী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তারাও বিথী খাতুনের পাশে দাড়িয়েছেন এবং প্রকাশিত নিয়োগ বাতিল করে বিথী খাতুনকে দপ্তরী পদ যা এখন অফিস সহায়ক পদে বহাল রাখার দাবী জানিয়েছেন।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি