“ট্রেইনি পুলিশ কনস্টেবল নিয়ােগ বানিজ্যের প্রতারক চক্রের সদস্য গ্রেফতার
কুষ্টিয়া জেলায় ট্রেইনি পুলিশ কনস্টেবল নিয়ােগ প্রক্রিয়া জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। এই নিয়োগ পরিক্ষায়
“ট্রেইনি পুলিশ কনস্টেবল নিয়ােগ বানিজ্যের প্রতারক চক্রের সদস্য গ্রেফতার করা হয়েছে
গ্রেপ্তারকৃত আসামি হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সেনাইকুন্ডি মাদ্রাসাপাড়া এলাকার মৃত ফরিদ আলী মন্ডলের ছেলে মোঃ আবুল কাশেম।
সুত্রে জানা যায়,মােবাইল ফোনের মাধ্যমে জনৈক চাকুরী প্রার্থীকে জানায় যে, টাকা পয়সা খরচ করলে সে তাকে পুলিশ কনস্টেবল পদে চাকুরি দিতে পারবে। একথা বলে আবুল কাশেম। আবুল কাশেম প্রার্থীকে ভেড়ামারা থানার ভেড়ামারা বাসস্ট্যান্ডে দেখা করতে বলে। তারপর আসামীর কথা বিশ্বাস করে প্রার্থী তার পিতাকে সঙ্গে নিয়ে গত ১নবেম্বর তারিখে বিকাল ৫ টার সময় ভেড়ামারা বাসস্ট্যান্ডে সাক্ষাতে আবুল কাশেম তাদেরকে জানায় যে, পুলিশ কনস্টেবলে চাকুরী পেতে দশ লক্ষ টাকা লাগবে। এসপি স্যারের সাথে সরাসরি সাক্ষাৎ করিয়ে দেবে বলে আবুল কাশেম তার নিজস্ব মােটরসাইকেলে করে প্রার্থী ও তার পিতাকে কুষ্টিয়া শহরে নিয়ে গিয়ে এসপি পরিচয়দানকারী ও পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক পরিচয়দানকারী দুইজন অজ্ঞাতনামা ব্যক্তির সাথে কথা বলিয়ে দেয়।
প্রতারক চক্র বুঝতে পেরে পরবর্তীতে প্রার্থী বিষয়টি ভেড়ামারা থানাকে অবহিত করে। থানা পুলিশ প্রার্থীকে প্রতারক চক্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযােগ দায়ের করতে বললে সে অপারগতা প্রকাশ করে। উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে ভেড়ামারা থানার এসআই (নিঃ) দীপন কুমার ঘােষ বাদী হয়ে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলা নং-০৪ ধারা-৪১৭/৪১৯/৫১১ পেনাল কোড দায়ের করেন।
এরপর দৌলতপুর থানার ০৭ নং হুগল বাড়িয়া ইউনিয়নের বিট অফিসার এসআই (নিঃ) অরুন কুমার দাস আসামী মােঃ আবুল কাশেম (৩২), পিতা-মৃত ফরিদ আলী মন্ডল, সাং-সােনাইকুন্ডি মাদ্রাসাপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে দৌলতপুর থানাধীন আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার বিষয়ে
সত্যতা স্বীকার করে।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি