কুষ্টিয়ায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে পেশাজীবি পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।
----------------------------
নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি সমর্থিত পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষ থেকে কুষ্টিয়ায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। অদ্য ৩/১১/২০২১ ইং তারিখে দুপুর ২ ঘটিকায় জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত স্মারকলিপিতে এ্যাড. শামিম উল হাসান অপু উল্লেখ করেন, " গ্যাস, চাউল, চিনি, সয়াবিন তেল, মুরগি, লবণ, ডিম সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য পন্যের অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন নাভিশ্বাস উঠেছে। বাজার সিন্ডিকেটের কারসাজির কারনেই নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রনহীন হয়েছে। এই সমস্ত সিন্ডিকেট মুলোৎপাটন করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।" বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু'র নেতৃত্বে এই স্মারকলিপি প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এজে মাহমুদ মন্টু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া ইউনিটের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শাতিল মাহমুদ, এ্যাড. আশরাফুল রেজা শিমুল, এ্যাড. ইকবাল খান, এ্যাড. জমিরন খাতুন, এ্যাড. আব্দুর রাজ্জাক, এ্যাড. তরিকুল ইসলাম সাগর, এ্যাড. হাফিজুর রহমান হীরা, শিক্ষানবিশ এ্যাড. বকুল আলী,আমিনুল ইসলাম প্রমূখ।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি