তালবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর দেশীয় অস্ত্রসহ গাড়ি আটকের অভিযোগ
কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নে নৌকার প্রার্থী তৌসিফ আহমেদ সোহান ও স্বনন্ত্র প্রার্থী আব্দুল হান্নান মন্ডলের নির্বাচনী ক্যাম্পে হামলা ঘটনা ঘটেছে। ঘটনায় একটি নোহা গাড়ি আটক করা হয়েছে বলে জানা যায় সুত্রে জানা যায়, গত কয়েকদিন আগে ৩নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকায় দুই মেম্বর প্রার্থীদের গোলযোগ সৃষ্টি হয়। এই সময় হান্নান মন্ডলের পেটুয়া বাহিনী নোহা গাড়ী নিয়ে সেখানে যায়। নির্বাচনী আচরণবিধী লংঘন করে দেশীয় অস্ত্রের মহড়া দেয়। গোপন সুত্রের মাধ্যমে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়ে ঘটনা স্থলে পৌছায় এবং গাড়িটি আটক করে। গাড়ির মধ্যে থাকা দেশীয় অস্ত্র রাম গা, হকি, বাঁশের লঠিসহ গাড়ি চালককে আটক করে। এই বিষয়ে গাড়ি চালকের সাথে কথা বললে চালন এটি হান্নান মন্ডলে গাড়ি বলে নিশ্চিত করেন। বর্তমানে গাড়িটি মিরপুর থানা হেফাজতে রয়েছে বলে জানা যায়। সুত্রে আরোও জানা যায়, নির্বাচনে হান্নান মন্ডল জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার উগ্রবাদিতায় মেতে উঠেছেন। এর ফলে তিনি এসব করছেন বলে জানিয়েছেন এলাকাবাসি। নিজের ক্ষমতাটা টিকিয়ে রাখতে বাহির হতে সন্ত্রাসীদের ভাড়া করে এনে এসকল কর্মকান্ড চালাচ্ছেন বলে এলাকাবাসিরা অভিযোগ তুলেছে হান্নান মন্ডলের উপর। বিগত বছর গুলোতে এলাকার মানুষদের সাথে খারাপ আচরন করা থেকে শুরু করে নিজের সুবিদার্থে পক্ষ পক্ষান্তর করে বিচার সালিশ করায় এখন এলাকাবাসি তার থেকে অনেকটা মুখ ফিড়িয়ে নিয়েছে বলে জানা যায়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও মিরপুর থানা ওসি সহ সকল প্রার্থীদের নিয়ে বার বার বৈঠন করছেন। এলাকার শাস্তি ও নির্বাচনী আচরন ফিড়িয়ে আনতে ক্যাম্প পুলিশ সব সময় তৎপর রয়েছে বলে জানা যায়।