খোকসায় অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: শয়ন সভাপতি, নাজমুল সম্পাদক
অঙ্গীকার ডেস্ক :
কুষ্টিয়া খোকসায় অনলাইন প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলা৫২.কম প্রতিনিধি নাহিদুজ্জামান শয়ন সভাপতি ও দৈনিক দেশসেবা প্রতিনিধি নাজমুল হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১১টায় খোকসা পৌর ভবন কার্যালয়ে নতুন এই কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটি গঠনপূর্ব আলোচনসভার সভাপতিত্ব করেন নবগঠিত সভাপতি নাহিদুজ্জামান শয়ন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোঃ হাসান আলী। তিনি বাংলাভিশন, দেশরূপান্তর ও বিডি নিউজে কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবে সভাপতি এ্যাডঃ রফিকুল ইসলাম সবুজ। আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা ,এ্যাডঃ আব্দুল বারি বিজ্ঞ আইনজীবী কুষ্টিয়া জর্জ কোর্ট, এসএম আব্দুর উবাইদা সাধারণ সম্পাদক ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব, সাংবাদিক তুহিন তুহিন কুষ্টিয়া জেলা প্রতিনিধি এটিএন বাংলা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাসান আলী বলেন, একটি দেশের চতুর্থ স্তম্ভ হলো সাংবাদিক, তাই এই পেশার মুল্য অনেক। আমরা এই পেশার সংগে থাকতে গিয়ে সর্বপরি নানা সমস্যার সম্মুখীন হই। আমাদের দায়িত্ব এই পেশাকে একটি সম্মানীয় ধারায় টিকিয়ে রাখা।
বিশেষ অতিথির বক্তব্যে এ্যাঃ রফিকুল ইসলাম সবুজ বলেন, পুরনো কমিটিটা কিছু বাটপারদের দখলে ছিল। আমি মনে করি এই কমিটির সবাই যোগ্যতা সম্পন্ন।
বিশেষ অতিথির বক্তব্যে সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন বলেন, আজ আমি এক গুচ্ছ সচ্ছ সাংবাদিকদের হাতে কমিটি তুলে দিতে পেরে অনেক আনন্দিত। এই কমিটির সবাই একে অন্যের ভাই ভাই। কোন পক্ষ বিপক্ষে নয় সঠিক তথ্য অনুসন্ধানের মাধ্যমে সংবাদ পরিবেশন করতে হবে। সকল বাধা বিপত্তি এড়িয়ে নিজেদের কে এগিয়ে নিয়ে যেতে হবে।
এসময় ভেড়ামারা অনলাই প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, এই কমিটিকে একটি কুচক্রী মহল প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার চেষ্টা চালাতে পারে। ঝড় যতই আসুক একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
বিশেষ ভাবে এটিএন বাংলার জেলা প্রতিনিধি তুহিন বলেন, আমাদের জন্য সামনের দিন গুলোতে সাংবাদিকতা কঠিন হবে, আমাদের এটাকে চ্যালেন্জ হিসেবে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সব শেষে সমিটির সকল সদস্যদে সাথে পরিচয় ও তাদের নাম ঘোষণা করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন খোকসা থানা আওয়ামিলীগ এর সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সায়েম হোসেন সুজন,খোকসা থানা ছাত্রলীগ এর আহবায়ক শিমুল আহমেদ খান,যুবনেতা রাশেদ কমল,খোকসা সরকারী কলেজের অর্থনীতি বিভাগ এর অধ্যাপক জাহিদ হাসান এবং খোকসার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনলাইন প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি দৈনিক আজকের আলোর প্রতিনিধি সাবুব আলম চঞ্চল, কোষাধ্যক্ষ নাজমুল হক লাভলু, যুগ্ম সম্পাদক দৈনিক সূত্রপাত প্রতিনিধি মনোয়ার হোসেন ও জাহাঙ্গীর পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোমিন হোসেন ডালিম,দপ্তর সম্পাদক সুমন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় বিশ্বাস, ধর্মীয় সম্পাদক জাকির হোসেন, মহিলা বিষয় সম্পাদিকা সীমা আক্তার তুলি,তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল করিম রেজা, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল রাজ্জাক, কোষাধ্যক্ষ নাজমুল হক লাভলু,নির্বাহী সদস্য নোবাজ্জেল হোসেন, মকুল বিশ্বাস, আনিছুর রহমান, রাব্বিকুল হাসান রাফি,আরিফুল ইসলাম, জুয়েল আহম্মেদ, রাকিবুল ইসলাম সহ বিভিন্ন উলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সে সময় উপস্থিত ছিলেন।