জাফরুল্লাহ খান চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফলি অনুষ্ঠিত
অঙ্গীকার ডেস্ক :
কুষ্টিয়ায় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা (কাজী জাফর আহমেদ) জাতীয় পার্টি এর মহাসচিব ও কুষ্টিয়া সদর উপজলোর সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ খান চৌধুরী (লাহরী খান) এর সুস্থতা কামনায় দোয়া মাহফলি অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাদ জুম্মা কুষ্টিয়া কোর্ট পাড়া জামে মসজিদে এই দোয়া মাহফলি অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থতি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, খন্দকার সামসুদজাহিদ, কে এম জাহিদ, এ্যাড. সাজ্জাদ হোসনে সেনা, প্রকৌশলী খালেদ, লিটন চৌধুরী, আয়ুব আলী খান চৌধুরী, বকুল আলী ও সাব্বরি হাসান কল্লোল প্রমূখ।
জাফরুল্লাহ খান চৌধুরী র্দীঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।