প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২১, ১২:৪১ এ.এম
কুমারখালী থানা আকস্মিক পরিদর্শন করলেন এসপি খাইরুল আলম
কুমারখালী থানা আকস্মিক পরিদর্শন করলেন এসপি খাইরুল আলম
অঙ্গীকার ডেস্ক :
শুক্রবার ( ৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ০৭.৫৪ ঘটিকায় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম কুমারখালী থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। সুষম দাপ্তরিক কর্মবন্টন, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, বিভাগীয় লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবাপ্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। রাত্রীকালীন আকস্মিক রোলকলের মাধ্যমে পুলিশ সুপার মাননীয় আইজিপি মহোদয়ের ৫টি নির্দেশনা দুর্নীতিমুক্ত হওয়া, মানুষকে নির্যাতন করা থেকে বেরিয়ে আসা, মাদকের সঙ্গে সম্পর্ক না রাখা, বিট পুলিশিং চালু করা এবং পুলিশের সার্বিক কল্যাণ নিশ্চিত ও যথাযথ ভাবে পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। রোলকলে থানায় কর্মরত অফিসার ফোর্সের সমস্যার বিষয়গুলি গভীর মনোযোগের সাথে শ্রবণ, অনুপ্রেরনামূলক বক্তব্য উপস্থাপন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রাদান করেন। আইজিপি মহোদয়ের নিদের্শনায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদানসহ বিট অফিসারদের মাধ্যমে ওয়ারেন্ট তামিলের নির্দেশনা প্রদান করেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন, নৈতিকতা বিবর্জিত কাজ বর্জন, জনসাধারণের সাথে উত্তম ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন। অতঃপর পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম কুমারখালী থানার সংস্কারকৃত অফিসার ও ফোর্স ব্যারাক সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান তালুকদার অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, মোঃ রাকিবুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত কুমারখালী থানা, শেখ মোঃ রেফাতুল ইসলাম, ইনচার্জ কুমারখালী ফাড়ি, উপস্থিত অন্যান্য অফিসার ও ফোর্স।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি