অঙ্গীকার ডেস্ক :
বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সকালে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। উক্ত আলোচনা সভায় ভার্চুয়াল কলে সভাপতিত্ব করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু। এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান বক্তার তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে যেসব অপপ্রচার করা হচ্ছে তা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে মুক্ত করার দাবিও জানান তিনি।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিয়ে দেশে আসার সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান। সেই সাথে দেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।