আদালতে বিচারধীন জাগয়ায় সড়ক ভবন নির্মানের জন্য অবৈধ্যভাবে গাছ বিক্রয়ের দরপত্র আহবান
অঙ্গীকার ডেস্ক // আদলতে বিচারধীন জায়গায় সড়ক সার্কেলে ভবন নির্মানের জন্য অবৈধ্যভাবে গাছ বিক্রয়ের দরপত্র আহবান করা হয়েছে।দরপত্র আহবান করেছেন রাজশাহী সওজ, এর কার্যালয়ের নির্বাহী বৃক্ষপালনবিদ, ড. মোঃ জাহাঙ্গীর ফিরোজ।এ বিষয়ে তার সাথে মুঠোফোনে আলাপ করলে তিনি বলেন এই জায়গায় আদলতে বিচারধীন মামলা আছে এটি আমার জানা নাই। কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর চাহিদার প্রেক্ষিতে এই দরপত্র আমার দপ্তর হতে আহবান করা হয়েছে। এই গাছ কাটা বন্ধে ও পরিবেশ রক্ষার জন্য কুষ্টিয়ার পরিবেশবাদী বেশ কয়েকটি সংগঠন একসাথে মানববন্ধন করেন ও জেলা প্রশাসক নিকট মাননীয় বন ও পরিবশে মন্ত্রি বরাবর স্মারকলিপি প্রদান করেন।