স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় টিমের সাথে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির হাইকমান্ড নির্ধারিত খুলনা বিভাগীয় টিমের সাথে গতকাল কুষ্টিয়া জেলা সেচ্ছাসেবক দলের এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় সাংগঠনিক (টিম প্রধান) আলহাজ্ব মোঃ জামির হোসেন। খুলনা বিভাগীয় সহ-সভাপতি তৈয়েবুর রহমান, যুগ্ম-সম্পাদক ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন এবং খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এস এম গালিব ইমতিয়াজ নাহিদ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ।
ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রাম সফলের লক্ষ্যে স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার তৃণমূল পর্যায়ে আরো গতিশীল করার যায় এবং কর্মীসভা কিভাবে করে জেলার অধীনস্ত প্রতিটি উপজেলা-পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাদের সাথে মতবিনিময় করা যাই সে ব্যপারে আলোচনা করেন।
আলোচনায় তারা আরও বলেন মেয়াদোত্তীর্ণ কমিটি থাকলে স্থানীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে বসে নতুন করে আহ্বায়ক কমিটি করার নির্দেশনাও দেবেন। পাশাপাশি তৃণমূলের নেতাদের কাছে ভবিষ্যৎ আন্দোলনের বার্তা পৌঁছে দেয়াসহ কেন্দ্রের সাথে তৃণমূলের যোগাযোগ বৃদ্ধিতেও কাজ করবেন।