কুষ্টিয়ায় যুবকের লাশ উদ্ধার করেছে ইবি থানা পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া ইবি থানার কাঠাল তলা নামক স্থান থেকে সাগর (২৫) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ইবি থানা পুলিশ।
সে একই থানার উজানগ্রাম ইউনিয়নের বারইপাড়া গ্রামের ফারুক মন্ডলের ছেলে। সোমবার সকালে রাজ মিস্ত্রী কাজের জন্য বাড়ি থেকে বেড় হয় সাগর। অনেক রাত অবদি সাগর বাড়িতে না ফিরাই, আত্মীয়-স্বজনরা অনেক খোঁজা খুঁজি করতে থাকে।
আজ(মঙ্গলবার) একই ইউনিয়নের শ্যামপুর বারইপাড়ার মাঝা-মাঝি কাঠাল তলা নামক স্থানে সাগরের লাশ দেখতে পায় এক কৃষক।
পরে সাগরের বাড়ি লোকজন এসে তার লাশ সনাক্ত করে। এলাকাবাসীর জানান, পাওনা টাকার বিরোধ নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে।
ইবি থানা পুলিশ ঘটনাস্থানে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেন। থানা পুলিশ জানান, এটি হত্যা না আত্মহত্যা তা লাশ ময়না তদন্ত করা পরে জানা যাবে।