কুষ্টিয়ায় বাড়ির গেটের ছামশেট ভেঙে চাপা পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
কুষ্টিয়া সদর উপজেলার আইলচারায় বাড়ির গেটের ছামশেট ভেঙে চাপা পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম মোহাম্মদ (১৩)। সে কুষ্টিয়ার বড় আইলচারা জামেয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসার হেফজখানার ছাত্র। সোমবার সকালে আইলচারা ইউনিয়নের বাগডাঙ্গায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, বড় আইলচারা জামেয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসার হেফজখানার ছাত্র মোহাম্মদ আলী(১৩) সকালে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সাথে মাদ্রাসার জ্বালানি পাটকাঠি আনতে যায়। আইলচারা ইউনিয়নের বাগডাঙ্গা মৃত হবিবর রহমানের পুত্র আব্দুল ওহাবের বাড়িতে গিয়ে গেটের সামনে গিয়ে সালাম দিয়ে বাড়ির লোকজনকে ডাকতে থাকেন। এ সময় আকস্মিকভাবে বাড়ির গেটের শামশেট ভেঙে ছাত্র মোহাম্মদ আলীর গায়ের উপর পড়ে তার নিচে সে চাপা পড়েন।